ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০১:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে ৮০২ বাংলাদেশি দেশে ফিরলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরেও ১০৫ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্টরা জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার রাতে দেশে ফিরেছেন ৬৫ জন। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে আরও ১০৫ জনের।

বিজ্ঞাপন

লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |