ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ১০:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

সংগঠনটির তিন প্রতিনিধি শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর ও হামলা, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে বলে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, এদিন বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে শতাধিক ব্যক্তি বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে ভারতীয় হাইকমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে। 

প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেডের কাছে আসলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা করে স্মারকলিপিসহ তিন জন প্রতিনিধিকে গাড়িতে তুলে ভারতীয় হাইকমিশন কার্যালয়ে নিয়ে যান।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |