ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ১২:৪৩ এএম


loading/img
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে ‘জাতীয় নাগরিক কমিটি’ সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আহ্বায়ক: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুগ্ম-আহ্বায়ক:
১. আরিফুল ইসলাম আদীব
২. আলী আহসান জুনায়েদ
৩. মনিরা শারমিন
৪. সারোয়ার তুষার
৫. মানজুর-আল-মতিন
৬. ডা. তাসনিম জারা
৭. ড. আতিক মুজাহিদ
৮. আশরাফ উদ্দিন মাহদি

সদস্য সচিব: আখতার হোসেন

বিজ্ঞাপন

যুগ্ম-সদস্য সচিব:
১. আব্দুল্লাহ আল-আমিন
২. এস এম সাইফ মোস্তাফিজ
৩. রাফে সালমান রিফাত
৪. অনিক রায়
৫. নাহিদা সারওয়ার চৌধুরী
৬. অলিক মৃ
৭. মাহবুব আলম
৮. ডা. মাহমুদা মিতু

মুখপাত্র: সামান্তা শারমিন

সহ-মুখপাত্র:
১. সালেহ উদ্দিন সিফাত
২. মুশফিক উস সালেহীন
৩. আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ
৪. তাহসীন রিয়াজ
৫. মোহাম্মদ মিরাজ মিয়া

মুখ্য সংগঠক: সারজিস আলম
যুগ্ম-মুখ্য সংগঠক:
১. মো. নিজাম উদ্দিন
২. আকরাম হুসাইন সিএফ
৩. এস এম শাহরিয়ার
৪. মোহাম্মদ আতাউল্লাহ

সংগঠক:
১. মশিউর রহমান
২. ফয়সাল মাহমুদ শান্ত
৩. হাসান আলী
৪. সাগুফতা বুশরা মিশমা
৫. মেসবাহ কামাল মুন্না
৬. প্রীতম দাশ
৭.  মাজহারুল ইসলাম ফকির
৮. তানজিল মাহমুদ
৯. সাইফুল্লাহ হায়দার
১০. নাঈম আহমাদ
১১. আবু সাঈদ লিওন
১২. সাকিব মাহদী
১৩.  জোবায়রুল হাসান আরিফ
১৪. আলী নাছের খান

এছাড়াও জাতীয় নাগরিক কমিটির বাকি কেন্দ্রীয় সদস্যরা ‘কেন্দ্রীয় সদস্য’ হিসেবে থাকবেন বলেও জানানো হয়।

আরটিভি/এসএপি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |