ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আরটিভি নিউজ

শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ , ০৮:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সভাপতি সজিবুর রহমান সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।  অন্যদিকে এরপর তার আইনজীবী জামিনের আবেদন করেন।  উভয়পক্ষের শুনানি শেষে আদালত সজিবকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

বিজ্ঞাপন

হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে সজিবকে গ্রেপ্তার করা হয়।

কোটা আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দফায় দফায় হামলা করে।  এ ঘটনার পর গত ২১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করেন।  মামলায় সজিব ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

আরটিভি/আরএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |