ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে দিন শুরু হয় আমার: ফাওজুল কবির

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০৩:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রত্যেকটা দিন শুরু করতে হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খান। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে, তাদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার।  

ফাওজুল কবির বলেন, ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবো, বলতে পারছি না।
 
জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।
 
অনুষ্ঠানে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানিখাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমও। তিনি বলেন, এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |