বর্তমান সরকার সম্পর্কের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (২৬ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, শিল্প জাতীয়করণের ক্ষেত্রে সরকারের অনেক সিদ্ধান্ত ভুল ছিল। শিল্প স্থাপনের নিয়ামকগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে শিল্প স্থাপন করা হয়।
তিনি বলেন, গত ৬ মাসে চুক্তিভিত্তিক তিনটি শিল্প হস্তান্তর করা হয়েছে এবং আরও কিছু প্রক্রিয়ার মধ্যে আছে।
শেখ বশির উদ্দিন বলেন, কিছুটা সংস্কার করলেই বিনিয়োগকারী দ্রুতই উৎপাদনে যেতে পারবেন। উদ্যেক্তারা সেখানে লাভ করতে পারবেন।
বিটিএমইএ ও বিজেএমসি বিনিয়োগকারী খুঁজছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
আরটিভি/আরএ/এআর