ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সালমান-মামুন ফের ৩ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০১:৪১ পিএম


loading/img
সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্র পক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে একই দিনে বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ভ্যানচালক ইনসান আলীকে হত্যার চেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |