ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৫ আগস্টই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল ধানমন্ডি ৩২: হাসনাত আবদুল্লাহ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিনই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি। 

রিবিল্ড বাংলাদেশ শিরোনামে ওই লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টে হুমকি-ধমকির স্বাধীনতা উপভোগ করছে। তাদের মধ্যে কোনো ভয়-ভীতি নেই। তারা এখনও হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদকে নির্মূল করা হয়নি আর ফ্যাসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২টা ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তাদের যেই ভিত্তি, এটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাদের প্রচারণা ও মেনিফেস্টো হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি-ধমকি অব্যাহত আছে।

তিনি বলেন, নির্যাতিত ও নিপীড়িত ছিল বিএনপি-জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো, আর নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের।

বিজ্ঞাপন

লাইভে সচিব-আমলাদের প্রতিও ক্ষোভ ঝাড়েন হাসনাত আবদুল্লাহ। সচিব-আমলাদেরকে হুঁশিয়ার করে তিনি বলেন, সচিবালয়ের গতি যেন ৩২ নম্বরের মতো না হয়, সচিবালয়ের গতি যেন গণভবনের মতো না হয়।

তাদেরব উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে এসেছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন।

হাসনাত বলেন, আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।

সচিব-আমলাদের পরামর্শ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব, ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়, আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব কোনো একসময় হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পরে, ২০ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।

আরটিভি/এসএইচএম/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |