ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গাজীপুরে আহতদের স্বজনদের দাবি

বাড়িতে আটকে কোপানো হয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

আরটিভি নিউজ 

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আহতরা হলেন- শুভ শাহরিয়া (২০), মো. ইয়াকুব (২৪), গৌরব ঘোষ (২২), মো. কাশেম (১৭), মো. হাসান (২২), মো. হিমেল (২০), ওমর হামজা (২১), মো. আবীর খান (২২), রোহান আহমেদ (২২), মোহাম্মদ নাঈম (২১) ও সাব্বিন খান মিলন (২২)।

স্বজনদের দাবি, ওই বাড়িতে আটকে কোপানো হয়েছে তাদের। 
 
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ১১ জন আহতকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে ছয়জনকে ২০০ নম্বর ওয়ার্ডে এবং দুইজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি কর হয়েছে।

বিজ্ঞাপন

আহত ইয়াকুবের ভাই নাসির জানান, রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়ি যান। পরে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক লোকজন তাদের ওপর হামলা করে ও এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়ির ভেতরে আটকে পড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অনেককে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরটিভি/এসএইচএম/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |