ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল যাচ্ছেন থাইল্যান্ডে

আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল হোসাইন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হচ্ছে। তার থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবেন রবিউল। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন তিনি। 

সিএমএইচ হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গত ২৪ আগস্ট তলপেট ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন রবিউল হোসাইন পলাশ (৪৮)। গত ৪ আগস্ট অস্ত্রোপচার করে মেরুদণ্ডে আটকে থাকা গুলি বের করা হয়েছিল। এরপর ২৬ সেপ্টেম্বর সিএমএইচে উন্নত চিকিৎসা ভি-ওয়াই করানো হলেও খুব একটা কাজ হয়নি। যে কারণে পরবর্তী প্রক্রিয়ার জন্য এখন তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |