ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ফেনীর বন্যায় মানুষের প্রাণ বাঁচানো অর্ধশত তরুণকে আল-আমিন সোসাইটির সম্মাননা

আরটিভি নিউজ

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:০৯ পিএম


loading/img

ফেনীর পরশুরামের দিক থেকে হুহু করে ছুটে আসছিল পানি। এমন খবর পেয়েই সোনাগাজী উপজেলার মহদিয়া ও নাজিরপুরসহ নবাবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রস্তুতি নিতে থাকে স্থানীয় তারুণ্য। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তারা শুরু করে মসজিদ, মাদরাসা, স্কুলসহ দ্বিতল ভবনগুলোকে মানুষের থাকার উপযোগী করে তোলার কাজ। টাকার তোয়াক্কা না করে বাজারের বিভিন্ন দোকান থেকে তারা সংগ্রহ করেন চাল-ডালসহ নিত্য খাদ্যসামগ্রী। প্রস্তুতি শেষ হওয়ার আগেই এখানেও হাটু পেরিয়ে যায় পানি। ভেলা বানিয়ে সেই পানিতে গ্রামের শিশু, বৃদ্ধ ও দুর্বলদের নিয়ে আসেন তাদের তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। বানের পানি নামার পূর্ব পর্যন্ত এইসব আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতদের রেখে খাবারসহ প্রয়োজনীয় সবকিছুর আঞ্জাম দেন এলাকার স্কুল-কলেজ পড়ুয়া কিছু শিশু-কিশোর। 

বিজ্ঞাপন

বন্যা মোকাবিলায় অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ নবাবপুর ইউনিয়নের এমন অর্ধশত তরুণ এবং পাঁচটি সামাজিক সংস্থাকে লোকাল হিরো হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার শ্রেষ্ট সমাজসেবী সংগঠন হিসেবে পুরস্কারপ্রাপ্ত সামাজিক সংস্থা আল-আমিন সোসাইটি। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটি আয়োজিত ৩৩তম তাফসিরুল কোরআন মাহফিলে এসব ব্যক্তি ও সংস্থার হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আল-আমিন সোসাইটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী মাওলানা এরশাদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নূরুল আবসারের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আল-আমিন ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা লকিয়ত উল্যাহ চৌধুরী, আল-আমিন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূরুল হক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন এবং আল-আমিন ইয়ুথ সোসাইটির সদস্য সচিব সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠনগুলো হলো মহদিয়া ইয়াং স্টার ক্লাব, স্পর্শ সমাজ কল্যাণ সংস্থা, মানবসেবা সংস্থা ফেনী, আল ফালাহ ফাউন্ডেশন এবং বাতিঘর লাইব্রেরি ও ফাউন্ডেশন।

আল-আমিন সোসাইটির সভাপতি এরশাদ উল্যাহ চৌধুরী বলেন, গেল আগস্টের বন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ফেনীর বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ফেনীবাসী তাদের সবার প্রতি কৃতজ্ঞ। তবে নিঃসন্দেহে সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এলাকার তারুণ্যকে। তারাই প্রথম এই দুর্যোগ থেকে মানুষের প্রাণ বাঁচিয়েছে। পরে অন্যরা এসে তাদের সহযোগী হয়েছে। আমি মনে করি এরা আমাদের লোকাল হিরো এবং এরাই আসল হিরো। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সে সময় এরা যে সাহসী উদ্যোগ নিয়ে এত মানুষের প্রাণ বাঁচিয়েছে আমাদের উচিত এই তরুণদের এপ্রিসিয়েট করা। সেই চিন্তা থেকে আমরা তাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু নানান সীমাবদ্ধতায় সেটি এতদিন সম্ভব হয়নি। মাহফিল উপলক্ষে এলাকার সবাইকে নিয়ে তাদের এই অবদানের জন্য সামান্য স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। তবে, তারা যে অবদান রেখেছে সেই তুলনায় এই স্বীকৃতি খুবই সামান্য। আমরা মনে করি এরা আমাদের গর্বের উৎস। 

উল্লেখ্য, ১৯৯১ সালে মহদিয়া গ্রামের দুই তরুণের উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আল-আমিন ইসলামী পাঠাগার। পরে কাজের ব্যপ্তির বিবেচনায় এটি আল-আমিন সোসাইটি নামে আত্মপ্রকাশ করে। সামাজিক কাজে অগ্রণী ভূমিকার জন্য আল-আমিন সোসাইটিকে ২০০১ সালে সোনাগাজী উপজেলার শ্রেষ্ট সমাজসোবী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় সরকার। 

বর্তমানে আল-আমিন সোসাইটির নিজস্ব ভবনে পাঠাগার, একটি নূরানি মাদরাসা পরিচালনার পাশাপাশি তরুণদের নিয়ে আল-আমিন ইয়ুথ সোসাইটি নামের একটি সহযোগী সংগঠন পরিচালনা করছে। সংস্থাটি বিরতিহীনভাবে গত ৩৩ বছর ধরে এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে আসছে।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |