ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন খলিলুর রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

মিয়ানমারে স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত রাখাইন পরিস্থিতি নিয়ে এক কলোকিয়ামে তিনি এ কথা বলেন। 

খলিলুর রহমান বলেন, আরাকান আর্মি যখন রাখাইনে শক্তিশালী হচ্ছিল, তখন আমরা বুঝতে পারছিলাম তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া তারা যখন তাদের ফ্ল্যাগ আমাদের সীমান্তে উত্তোলন করল, সেদিন বুঝতে পারলাম তাদেরকে মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে আলোচনার আগে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সঙ্গে আমার বৈঠক হয়। আমরা জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে আরাকান আর্মির জন্য একটি বিবৃতির খসড়া তৈরি করি। সেখানে বলা ছিল, আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, খুব অল্প সময়ের মধ্যে জাতিসংঘ মিয়ানমারবিষয়ক দূত, জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের জন্য বাংলাদেশ কোনো আকস্মিক ঘটনা নয়। এটির পেছনে অনেক কিছু করতে হয়েছে।

খলিলুর রহমান বলেন, আরাকান আর্মিকে রোহিঙ্গাদের ফেরত নিতে বলা হয়েছে। তারা আমাদের জানিয়েছে- রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হলে রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সার্বভৌম দেশ হিসেবে যাদের সঙ্গে কাজ করার দরকার, বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে। বাংলাদেশ ছাড়া রাখাইনের অর্থনৈতিক রুট নেই, ভারতের মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলমান রাখা কঠিন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |