ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৪:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

ভারতের ত্রিপুরায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ত্রিপুরার সিপাহীজালা বিভাগে ঘটনাটি ঘটে। 

শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

বিএসএফের দাবি, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। সেখানে তারা কয়েকজন ভারতীয় ব্যক্তির সঙ্গে দেখা করে। এ সময় বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। এতে বিএসএফের এক সেনা আহত হন। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে, যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে বিএসএফ সদস্য আহত হয়েছেন সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বিএসএফের গুলিতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে বারবার সীমান্তে সংঘটিত এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও তা থামছে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |