ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের খোঁজ পাওয়া গেল ৩ দেশে

আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৭:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তিনটি দেশে মোট ৫৭৮টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, সন্ধান পাওয়া সম্পত্তির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৭টি এবং যুক্তরাজ্যে ৩৪৩টি সম্পত্তির সন্ধান মিলেছে।

বিজ্ঞাপন

শফিকুল আলম জানান, বিএফআইওর গোয়েন্দা প্রতিবেদন এবং বিদেশি গোয়েন্দা তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। ১৫ কোটি ৬ লাখ টাকা স্থিতিসহ ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পদ বিনিয়োগের তথ্য উদঘাটিত হয়েছে।

প্রেস সচিব জানান, যৌথ তদন্ত দলের অনুসন্ধানে জালিয়াতি, প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়ের করা মামলাগুলো তদন্তাধীন রয়েছে। কর ফাঁকির অভিযোগে এনবিআর ১১টি মামলা তদন্ত করছে। আদালতে ২০ কোটি টাকা মূল্যমানের চারটি সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। এছাড়া দুটি ফ্ল্যাট ও ৩১ হাজার ৫৯৪ দশমিক ৩৯ ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে।

তিনি জানান, এ ছাড়া ৩৯টি ব্যাংক হিসাবের পাঁচ কোটি ২৭ লাখ টাকার ব্যালেন্স ও ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার আদালত ফ্রিজ করেছে।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫৭৮টি সম্পত্তি সংযুক্তির জন্য তিনটি এমলার (MLAR) জননিরাপত্তা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজন ব্যক্তির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব।

বিএফআইইউ (দি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) ও যৌথ তদন্ত দলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |