ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ০৮:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

নিয়মিত প্রশিক্ষণ শেষে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দুর্ঘটনায় পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (Grob-120TP) বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে দুপুর ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন। 

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |