ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৩:৩৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে যাতায়াত করতে পারবেন। এতে করে কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন তারা।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং থেকে জানানো হয়, চীন এরইমধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে। তবে বিমান ভাড়ার উচ্চ খরচকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। এ প্রতিবন্ধকতা কিছুটা হলেও দূর করবে কুনমিং-চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট।

বিজ্ঞাপন

এ বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালের নির্দিষ্ট তলা বরাদ্দ করেছে। চিকিৎসার খরচও বেশ যুক্তিসংগত। একজন বাংলাদেশি রোগী চীনা নাগরিকদের সমান খরচেই চিকিৎসা গ্রহণ করতে পারবে। চীনা কর্তৃপক্ষও জানিয়েছে, তারা বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্মুক্ত করবে।

এদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুনমিং ভ্রমণ সহজতর করতে ঢাকা ও কুনমিং রুটে বিমান টিকিটের দাম কমানোর উদ্যোগও নিয়েছে।

এপ্রিল মাসে বাংলাদেশ থেকে একটি বড় সাংবাদিক দল কুনমিং সফরে যাবেন। তারা সেখানে চিকিৎসা সুবিধাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

গত মাসে বেশ কয়েকজন বাংলাদেশি রোগী প্রথমবারের মতো কুনমিংয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তারা হাসপাতালের মানের প্রশংসা করেছেন, তবে অনেকেই বিমান ভাড়ার উচ্চ খরচ নিয়ে আপত্তি জানিয়েছেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |