ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দেশে শান্তি চাই, মানুষ যেন নিজ মনে পথ চলতে পারে: প্রধান উপদেষ্টা

আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৬:২১ পিএম


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারও ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকেই যেন পরস্পরকে ধারণ করি, যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এতেই সমাজের মঙ্গল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদের বাণী হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, আমাদের দিয়েছে, এটাই আমাদের জন্য একটা আশীর্বাদ।

অনুষ্ঠানে রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ এবং দেশ-বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
 
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা।

নামাজের পর এক বক্তব্যে নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ ছাড়া জাতির প্রতি ঐক্যের বার্তা দেন।

বিজ্ঞাপন

আরটিভি/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |