ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখের অনুষ্ঠানে থাকবে আলোর পথে যাত্রার আহ্বান: ছায়ানট

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৮:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ সালকে বরণ করতে প্রস্তুত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সংগঠনটি পহেলা বৈশাখের দিন ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানাবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। 

এ সময় লাইসা আহমদ লিসা বলেন, এবার ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। 

ছায়ানটের এই সাধারণ সম্পাদক বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে (সকাল ৬টা ১৫ মিনিটে) অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী। প্রায় দুই ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ছায়ানটের সভাপতি সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তার দেখিয়ে যাওয়া পথ ধরে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি, তবেই তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞাপন

ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয় বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।

ছায়ানটের যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ বলেন, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। আশা করছি, নির্বিঘ্নেই সব আয়োজন সম্পন্ন হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান দুটি পরিবেশন করা হয়।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |