বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে ‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ ও ‘পেচেঙ্গা’ নামে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
রোববার (১৩ এপ্রিল) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার এন্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুলসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সফরকারী জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ তিনটি অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকরা নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুস্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ ও নৌবাহিনী পরিচালিত স্কুলসমূহের শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজের বাংলাদেশে শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।
আইএসপিআর জানায়, চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।
আরটিভি/কেএইচ