ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বন্দীদের নিয়ে কারাগারে বাংলা নববর্ষ উদযাপন

আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০৬:০৬ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ঢাকাসহ সারাদেশেই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে সারাদেশেই বন্দীদের নিয়ে ভিন্ন এক আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে ৬৮টি কারাগারেই নানান ইভেন্টের আয়োজন করা হয়।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দীদের জন‍্য পহেলা বৈশাখ উপলক্ষে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

বিজ্ঞাপন

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। 

তিনি জানান, ৬৮ কারাগারের বন্দীদের জীবন কাহিনী সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে ‘বন্দী কথন’ শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |