চালের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ০৫:৪৫ পিএম


চালের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রোজার শুরু থেকে চালের বাজার বেশ চড়া। এখনো তা নাগালে আসেনি। এ নিয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও তেমন কোনো কাজে আসেনি বলে মনে করেন ক্রেতারা। তবে এরই মধ্যে আসার বাণী শোনালেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে একই সঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে ওঠবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

চালের দাম বাড়ার বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে। যা আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে চলে আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।

তিনি বলেন, আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। এ বছর আমাদের আবহাওয়া ও বিদ্যুতের অবস্থা ভালো ছিল। তাছাড়া সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল।

কৃষিপণ্য একটা গতিশীল জিনিস মন্তব্য করে তিনি আরও বলেন, তবে সব পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে ব্যবস্থাপনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

একই বৈঠকে সিদ্ধান্ত হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা ও খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯২২ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। 

স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরইমধ্যে দুটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission