ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ২ মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র সচিব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৭:৫১ পিএম


loading/img
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিশদ আলোচনা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এন চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।

সেখানে তারা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন তারা।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |