চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় আগ্রহ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র এক বৈঠকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উভয়ে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও দুই দেশের জনগণের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
এ সময়ে উভয়ে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও পর্যালোচনা করেন। তাদের আশা, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।
আরটিভি/আরএ-টি