ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হেফাজত নেতাদের বিরুদ্ধে করা মামলা নিয়ে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১১:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল লিখেছেন, ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উনারা ফারাবীর (ব্লগার অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী) বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

‘দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’ শেষে যোগ করেন ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |