ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শতাধিক বিনিয়োগকারীসহ চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকা আসছেন 

আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৮:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

শতাধিক বিনিয়োগকারীসহ আগামী মাসে ঢাকা আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিজ্ঞাপন

এর আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, আগামী মাসে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও প্রায় ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন।

তিনি বলেন, চীনের বাণিজ্যসচিব আমাকে চিঠি দিয়েছেন। তিনি আগামী মাসে তাদের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। তারা চান, আমরা যেন আজকের মতো সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাই। তাদের সাপোর্ট দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

বিজ্ঞাপন

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই ইনভেস্টমেন্ট সামিটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সম্পর্কে এতদিন ধরে চলে আসা নেতিবাচক ধারণা পরিবর্তন করে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া। 

তিনি জানান, এরইমধ্যে চীনের হানডা কোম্পানির সঙ্গে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |