ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

এসআই নিয়োগের ফল প্রকাশ, ৫৯৯ জনকে নিয়োগের সুপারিশ

আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৬:১০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে এসআই (সাব-ইনস্পেক্টর) পদের নিয়োগ ২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৯৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্স ফলাফলের এ তালিকা প্রকাশ করেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর মোট ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জনকে, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জনকে, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় দুইজনকে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় একজনকে সুপারিশ করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সুপারিশপ্রাপ্তদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |