এস আলম সংশ্লিষ্ট ১৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ

আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৯:২৬ পিএম


এস আলম সংশ্লিষ্ট ১৩৬০ ব্যাংক হিসাব জব্দের আদেশ
ফাইল ছবি

বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ও তার প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে এক হাজার ৩৬০টি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সে সকল হিসাবে ২ হাজার ৬১৯ কোটি টাকা রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনের বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার বিভিন্ন হিসাবের অর্থ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবগুলো জব্দ করা একান্ত আবশ্যক।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার জব্দের আদেশ দেন একই আদালত। 

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission