ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

‘বিএনপি নেতাকর্মীদের সামনে শুধু একটি পথ’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮ , ০৯:১০ পিএম


loading/img

বিএনপির নেতা–কর্মীদের সামনে শুধু একটি পথ, সেখান থেকেই বেছে নিতে হবে তারা কী চান- দল অথবা খালেদা জিয়া। বিএনপির কাছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মুখ্য নাকি দল মুখ্য, এটি বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন

বললেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। 

প্রয়াত অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘বর্তমান প্রেক্ষাপট ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, খালেদা জিয়ার জন্য বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে কি না এবং আত্মহননের যে প্রক্রিয়া আপনারা ২০১৪ সালে শুরু করেছিলেন, সেটি ২০১৮ সালে সম্পন্ন করবেন কি না।’ 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সারাহ বেগম কবরী, চিত্রনায়ক ফারুক প্রমুখ।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |