ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নিজের মঙ্গলের জন্যই তামাক বর্জন জরুরি: আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৮:০০ পিএম


loading/img
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিজের মঙ্গল ও দেশের কল্যাণে তামাক বর্জন জরুরি। 

বিজ্ঞাপন

উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার (৩১ মে) তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।  

তিনি পোস্টে লিখেছেন, তামাক নয়, বেছে নিন সচেতনতা ও পরিবর্তনের পথ। এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। প্রতি বছর ১ লাখ ৬১ হাজার প্রাণ শুধু এই বিষাক্ত অভ্যাসের বলি হয়। তামাক নয়, বেছে নিন সচেতনতা ও পরিবর্তনের পথ।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, কৌশলের আড়ালে লুকিয়ে থাকা মৃত্যু যেন আর কাউকে না কেড়ে নেয়। আজই ত্যাগ করুন তামাক।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি। 

বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। 

বিজ্ঞাপন

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘গ্রো ফুড, নট টোব্যাকো’।

বিজ্ঞাপন

‘তামাক নয়, খাদ্য ফলান’- এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। দেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের অন্যতম তামাক।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |