১০ প্রকল্পে ৪৬ হাজার ৩০৮ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার

আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ১২:৩০ পিএম


বিভিন্ন প্রকল্পে ১২ হাজার ৪২৫ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার
ফাইল ছবি

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১০ মাস পার হতে চললো। এ সময়ের মধ্যে ১০টি প্রকল্প পুনর্মূল্যায়নের পর ব্যয় কমিয়ে সর্বমোট ৪৬ হাজার ৩০৮ দশমিক ০৪ কোটি টাকা সাশ্রয় করেছে এ সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

পোস্টে তিনি লিখেন, ‌সরকার কী করছে? প্রায়ই শুনি। আমরা বলি, তবু অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটা উদাহরণ সুনির্দিষ্ট তথ্য সহ সবাইকে জানানো দরকার।

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদ মজুমদার লিখেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে। যেসব প্রকল্পে অযৌক্তিকভাবে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল তা পুনর্মূল্যায়ন করে সরকার এই ব্যয় কমিয়ে আনে। এ টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আরও জানান, ব্যয় সংকোচনকৃত অর্থের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১০টি প্রকল্পে ১০ হাজার ৮৫৪ দশমিক ৩২ কোটি টাকা, সেতু বিভাগের চারটি প্রকল্পে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের পাঁচটি বিভাগের ৮ হাজার ৩৬ দশমিক ৯০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের পাঁচটি প্রকল্পে ৭ হাজার ৪৫৪ দশমিক ৩১ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯টি প্রকল্পের ১২ হাজার ৪২৫ দশমিক ৫১৭৭ কোটি টাকা ব্যয় সংকোচন করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission