ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চামড়া পাচার-পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ১২:৩৬ এএম


loading/img
চামড়া পাচার ও পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর চামড়া পাচার রোধ এবং বাংলাদেশের ভেতরে লোকজনকে ঠেলে দেওয়া (পুশ ইন) প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদের দিনেও বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |