ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ঐকমত্য কমিশনের বৈঠকে বুধবার অংশ নেবে জামায়াত

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১২:৩৯ এএম


loading/img
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ না নিলেও তবে বুধবার (১৮ জুন) অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। 

তিনি জানান, তারা বুধবারের বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করছেন।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। তবে জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। 

এ বিষয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অংশ নিচ্ছি না। এর বেশি কিছু তিনি বলতে চাননি। 

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানায়, গত ১৩ জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামীকে ইগনোর করা হয়েছে বলে মনে করছে জামায়াত নেতারা। এর প্রতিবাদ স্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |