ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পালিত হতে যাচ্ছে নতুন আরেকটি দিবস, থাকছে বর্ণাঢ্য আয়োজন

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৫:৩৮ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশে বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে এই দিবস উদযাপনের বর্ণাঢ্য আয়োজন। 

ইউরোপীয় সিভিল প্রটেকশন ও হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের (ইসিএইচও) সুফল-২ (স্কেলিং আপ ফরকাস্টবেইসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ) প্রকল্প এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করছে।

বিজ্ঞাপন

আয়োজক সংস্থা জানিয়েছে, দেশে প্রথমবারের মতো বজ্রপাত দিবসের এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে র‍্যালি, বজ্রপাত সংক্রান্ত বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শনী, সচেতনতামূলক বাংলা স্লোগান ও পোস্টার প্রকাশ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। এতে বজ্রপাত সতর্কবার্তা ব্যবস্থার বর্তমান চিত্র, প্রচারণা কৌশল ও প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনায় অংশ নেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আব্দুল ওয়াদুদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উর্মী আহসান, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. কাওসারুল হাসান, RIMES-এর আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |