ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদ নিয়ে যে শঙ্কার কথা জানালেন আলী রীয়াজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০১:০৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, আবু সাঈদের মৃত্যুবার্ষিকী অর্থাৎ ৬ জুলাই তারিখেই প্রত্যাশিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আশা ছিল—তা হয়তো বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে কোনো কারণে সেটা না হলে জুলাইয়ের মধ্যেই ‘জুলাই সনদ’ স্বাক্ষর করা হবে। 

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সব দল একসঙ্গে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করবে— এমন যে স্বপ্ন ছিল, তা হয়তো বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে।

বিজ্ঞাপন

ব্যক্তি, দল বা মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। বরং রাষ্ট্র কাঠামো গঠনে সবার দায়িত্বশীল ভূমিকা পালনই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

আলোচনার শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা—এই চারটি বিষয় নিয়ে আগামী বুধবার সংলাপ হবে বলে জানান আলী রীয়াজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে জনগণের আকাঙ্ক্ষা সঠিকভাবে প্রতিফলিত হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |