কারাগারে একজন পরিচারিকা চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছর কারাদণ্ড দেয়ার পর এই আবেদন করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী জয়নাল আবেদিন।
তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ। রায় শোনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় একজন পরিচারিকা চেয়ে আবেদন করা হয়েছে।
পরিচারিকা হিসেবে মোছা. ফাতেমার নাম প্রস্তাব করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন: এতিমের টাকা লুটে খেলে এমনই হয়
--------------------------------------------------------
বৃহস্পতিবার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
কে