এই মুহূর্তে খবর এলো, খালেদা জিয়ার জেল হলো; খালেদা জিয়ার দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পরপরই নেতাকর্মীদের এই ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডি কার্যালয়।
বৃহস্পতিবার সকাল থেকেই কার্যালয় দুটির সামনে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রায় শোনার সঙ্গে সঙ্গে তারা উচ্চস্বরে আনন্দ-উল্লাস করতে থাকে। মিছিল বের করে যুব মহিলা লীগ।
এদিন বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া খালেদার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
কে