ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আক্রমণের আগে পেছনেই দাঁড়িয়ে ছিল হামলাকারী

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ মার্চ ২০১৮ , ১১:৩০ পিএম


loading/img

সিলেটে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার আগে হামলাকারী তার পেছনে দাঁড়িয়ে ছিল। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবক একেবারে নিশ্চিন্ত মনে দাঁড়ানো ছিল। এতে কেউ ভাবতেই পারেনি যে, ওই যুবক হামলা করতে পারে।

শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে জাফর ইকবালের মাথায় আঘাত করা হয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। শনিবার বিকেলে ওই হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালে রোবট প্রতিযোগিতার তৃতীয়দিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল। মঞ্চে ওঠার ঠিক আগে তিনি দর্শক সারির সামনে সোফায় বসেছিলেন। পেছনেই হামলাকারী যুবক দাঁড়িয়ে তাকে ফলো করছিল। হঠাৎ করেই পেছন থেকে হামলা চালানো হয়। সহকর্মী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে হাসপাতালে দেখতে যান।

হামলার খবর পেয়ে অন্য শিক্ষার্থীরাও হাসপাতালে ছুটে যান। স্বজন ও শুভানুধ্যায়ীরা নানাভাবে তাঁর খোঁজ খবর নিতে থাকেন।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়।

বিজ্ঞাপন

তিনি শঙ্কামুক্ত বলে রাতেই জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

এদিকে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

জাফর ইকবাল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন।

আরও পড়ুন:

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |