ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জঙ্গি সহযোগিতার অভিযোগে ভারতে ৩ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ মার্চ ২০১৮ , ০৭:১৮ পিএম


loading/img

ভারতের মহারাষ্ট্রে তিন বাংলাদেশিকে আটক করেছে রাজ্যটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

শনিবার রাজ্যটির পুনে শহর থেকে ইসলামি চরমপন্থি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগে অবৈধভাবে বসবাসকারী এই তিনজনকে আটক করা হয়েছে।

রাজ্যটির এক জ্যেষ্ঠ এটিএস কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়া ওয়ানাবাড়ি ও আকুরড়ি এলাকায় বসবাস করে আসছিলেন তারা। গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। তারা বাংলাদেশের খুলনা ও শরীয়তপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা এবিটি সদস্যদের আশ্রয় ও সহায়তা দেয়ার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার মহারাষ্ট্রের ওয়ানাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে তিনি আকুরড়িতে অবৈধভাবে আরও দুই বাংলাদেশি বসবাস করছেন বলে জানান। পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।

আরেক এটিএস কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের কাছে ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। তাদের একজন অত্যন্ত স্পর্শকাতর একটি সংস্থার হয়ে কাজ করেন।

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |