নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী অধ্যাপক ড. ইমরানা কবির হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন আরটিভি অনলাইনকে এতথ্য জানান।
এর আগে উন্নত চিকিৎসার জন্য আহত ডা. রেজওয়ানুল হক শাওনকে নেপাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই দুর্ঘটনায় আহত অন্য বাংলাদেশিদের মধ্যে রোববার আরও দু’জনকে নেপাল থেকে ঢাকায় আনা হচ্ছে। তারা হলেন- শাহীন ব্যাপারী ও মো. কবির হোসেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
--------------------------------------------------------
ইতোমধ্যে ৫ জনকে নেপাল থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শেহরিন আহমেদ, মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা, ভাবী আলিমুন্নাহার অ্যানি ও শেখ রাশেদ রুবায়েত।
অন্যদিকে, নেপালের নরভিক হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনার শিকার আরেক যাত্রী ইয়াকুব আলী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে অন্য কোথাও স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ১২ মার্চে ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন।
আরও পড়ুন:
পি