ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মোমবাতি জ্বালানোর পর ট্যাংকি বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ , ০৪:১০ পিএম


loading/img

রাজধানীর মিরপুরের মুসলিমবাগে পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কারের সময় মোমবাতি জ্বালানোয় বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টার দিকে পল্লবীর মুসলিমবাজার এলাকার ১৯ নম্বর রোডের ৪৩/ডি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজন হলেন বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তার মেয়ে রুহি (৩) ও শ্রমিক হাসান (৩২)।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ : টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
--------------------------------------------------------

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনায় ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, রুহির ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে। পানির ট্যাংক পরিষ্কারের জন্য হাসান নামের এক শ্রমিককে নিয়ে আসা হয়। ট্যাংকের মুখ খুলে টর্চলাইট জ্বালিয়ে পরিষ্কারভাবে দেখতে না পেয়ে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতি জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হলে বাড়ির লোকজন প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |