ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

অক্সফোর্ডকে হারিয়ে সেরা ক্যামব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ , ০৭:২৭ পিএম


loading/img

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অক্সফোর্ডকে হারিয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের খাতায় নাম লেখালো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। এ নিয়ে পরপর অষ্টম বারের মতো হারলো ক্যামব্রিজের কাছে অক্সফোর্ড। এমন তথ্য উঠে এসেছে দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯’র সমীক্ষায়। খবর বিবিসি।

বিজ্ঞাপন

দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর দশটি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যতের মতো বিষয়গুলো।

এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অফ ইকনোমিকস। আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন: ম্যাক্রোঁ
--------------------------------------------------------

ওই র‍্যাংকিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের। এর আগে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থান ছিল ৭৩ নম্বরে। বর্তমান র‍্যাংকিংয়ে যার অবস্থান ৩২ নম্বরে।

দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯’র  চেয়ারম্যান বার্নার্ড কিংস্টন বলেন, সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে। কিন্তু আগামীতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে অন্তত বিশটি বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্বমানের বিবেচিত হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |