ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

দুদকের মুখে তাবিথ আউয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৮ মে ২০১৮ , ০১:২৬ পিএম


loading/img

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে আসেন তাবিথ আউয়াল।

উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে দুদকের একটি দল সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

বিজ্ঞাপন

গেলো ২৪ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাবিথকে চিঠি পাঠায় দুদক। গেলো ২ এপ্রিল তাবিথ আউয়াল এবং বিএনপির সিনিয়র ৭ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি মুলতবি
--------------------------------------------------------

বিজ্ঞাপন

দুদকের এক কর্মকর্তা জানান, তাবিথ আউয়ালের বিরুদ্ধে অবৈধভাবে কোটি টাকার সম্পদ অর্জন ও দেশের বাইরে অর্থপাচারের একটি অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাবিথকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস, দুই ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খানের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক।

আরও পড়ুন :

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |