ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সাংসদদের এলাকা ছাড়ার নির্দেশ

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ , ১০:৩২ পিএম


loading/img

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

বিজ্ঞাপন

সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশে এ নির্দেশ দেন।

শাহনেওয়াজ বলেন, আমরা লিখিত ও মৌখিকভাবে অভিযোগ পেয়েছি, কিছু প্রার্থী ও সরকার দলীয় সংসদ সদস্য নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ভোটের আর দু’দিন বাকি। সাংসদদের কাছে অনুরোধ করছি-আপনার এলাকা থেকে চলে আসেন। আমাদের অনুরোধ উপেক্ষা করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে এরইমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কুষ্টিয়ায় চেয়ারম্যান পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও পরে আদালতের আদেশে তা স্থগিত করা হয়।

৬৩ হাজারের বেশি ভোটারের এ নির্বাচনে জেলা ও উপজেলায় ওয়ার্ডভিত্তিক ৯১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কাউন্সিলর পদে দুই হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন।

বিজ্ঞাপন

কে /এসজেড / এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |