ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ফলে রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ , ০১:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

ফলে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানিতে  বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

বিজ্ঞাপন

আমে ফরমালিন ও রাসায়নিক পরীক্ষা নিয়ে বিএসটিআই’র প্রতিবেদন দেখে শুনানিতে অসন্তোষ প্রকাশ করে আদালত।

এ সময় র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে পৃথক দুটি প্রতিবেদনও আদালতে জমা দেয়া হয়।

আদালত উষ্মা প্রকাশ করে বলে, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছে অথচ ক্ষতিকর রাসায়নিক পরীক্ষার যন্ত্র কেনার অর্থ দেয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

এর আগে, রাজধানী ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও আড়তগুলোতে যেন আমে রাসায়নিক ব্যবহার না হয় তা তদারকির জন্য ২০ মে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক এবং বিএসটিআই’র চেয়ারম্যান ও পরিচালককে এ টিম গঠন করতে বলা হয়েছিল।

একই রিটের শুনানিতে ৯ এপ্রিল রাসায়নিক ব্যবহার রোধে রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট। আদেশ বাস্তবায়ন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে প্রতিবেদন দিতে বলা হয়।

পরে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে মর্মে প্রতিবেদন দেন রাজশাহীর পুলিশ কমিশনার।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |