ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সন্ত্রাসীদের তালিকায় লাদেনের ছেলে

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০১৭ , ০৯:২৯ এএম


loading/img

সন্ত্রাসবিরোধী কালো তালিকায় যোগ হলো আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামযা বিন লাদেনের নাম।

বিজ্ঞাপন

৩০ বছরের হামযা বর্তমানে আল কায়েদার বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। উদীয়মান নেতা হিসেবে বেশ পরিচিতিও পেয়েছেন হামযা।

২০১৫ সালে হামযাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সদস্য করার কথা জানায় আল-কায়েদা। ভবিষ্যতে তিনি দলটিতে তার বাবার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি আল-কায়েদার প্রকাশিত ভিডিওবার্তায় দেখা যায়, হামযা বিন লাদেন পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানাচ্ছেন।

এ ব্যাপারে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, হামযা বিন লাদেনের ব্যাপারে বিশ্ববাসীকে জানানোর জন্যই তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে হামযা কোনো মার্কিন কোম্পানি বা দেশটির কোন নাগরিকের সঙ্গে কোনো ধরণের ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবেন না। সে সঙ্গে যুক্তরাষ্ট্রে কোনো ধরণের সম্পত্তির মালিক হতে পারবেন না তিনি।

 

বিজ্ঞাপন

এফএস/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |