ঢাকারোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কাঁদলেন, কাঁদালেন ওবামা

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ০১:৩৭ পিএম


loading/img

বিদায়ী ভাষণে সবাইকে ধন্যবাদ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু মিশেলকে দেয়া ধন্যবাদটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। মিশেলের কথা বলতে গিয়ে ১৮ হাজার দর্শকের সামনে কাঁদলেন আমেরিকার প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার শিকাগোতে এ ভাষণ দেন ওবামা।

বিজ্ঞাপন

স্ত্রীকে ‘সেরা বন্ধু’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘২৫ বছর ধরে তুমি আমার সঙ্গে আছো। তুমি শুধু আমার স্ত্রী এবং সন্তানদের মা না। তুমি আমার সেরা বন্ধু।’

বিজ্ঞাপন

এসময় পাশে কালো পোশাক পরে বসে থাকা মিশেল ওবামাও কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।

মেয়েদের জন্য ওবামা বলেন, ‘তোমাদের বাবা হিসেবে আমি গর্বিত। তোমরা আমাকে সম্মানিত করেছ। আমার সুনাম অক্ষুণ্ণ রেখেছো।’

এ সময় ওবামা কন্যা মালিয়াকেও চোখ মুছতে দেখা যায়। এরপরে প্রেসিডেন্ট ধন্যবাদ জানান আমেরিকাবাসীদের। উপস্থিত দর্শকরাও ‘লাভ ইউ ওবামা’ বলে চিৎকার করতে থাকেন।

বিজ্ঞাপন

এফএস/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |