ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাশিয়ায় ফ্রিতে গ্যাস নিতে স্টেশনে বিকিনি পরে পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ , ০৩:৩৪ পিএম


loading/img
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

রাশিয়ার সামারা শহরের ‘দ্য অলভি’ নামের একটি গ্যাস স্টেশন সম্প্রতি এক বিজ্ঞাপনে জানায়, যারা বিকিনি পরে আসবেন, তারা ফ্রিতে গ্যাস পাবেন। এই সুযোগ পুরুষ নাকি নারীদের জন্য তা উল্লেখ ছিল না বিজ্ঞাপনটিতে। তাই ফ্রিতে গ্যাস নিতে স্টেশনটিতে বিকিনি পরে হাজির হয় একাধিক পুরুষ। খবর আনন্দবাজারের।

বিজ্ঞাপন

কিছু পুরুষ বিকিনি পরে স্টেশনটির গ্যাস ভরার লাইনে তাদের গাড়ি দাঁড় করিয়ে দেন। কিছু পুরুষ বিকিনির পাশাপাশি হাই হিল পরে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। কয়েকজন বিকিনি পরা পুরুষদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।

গ্যাস স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা পুরুষদের এভাবে বিকিনি পরে গ্যাস নিয়ে আসায় প্রথমে অবাক হয়ে যান। কিন্তু দিনের শেষে তারা সফল। কারণ তারা প্রচারণা চেয়েছিলেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মতে, নারীদের পাশাপাশি পুরুষরা বিকিনি পরে ফ্রিতে গ্যাস নিতে আসায় গ্যাস স্টেশনটির প্রচারণার উদ্দেশ্য প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে।

আরো পড়ুন

কে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |