২০২০ সালের জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে ঢাকা উত্তর ও দক্ষিণ— সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। বললেন ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে হবে। তবে এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি। বিষয়টি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে আশা করছি। কমিশন সভায় তারিখ চূড়ান্ত হলে তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিব বলেন, দুই সিটি নির্বাচনের জন্য জানুয়ারির শেষ সপ্তাহটাই হচ্ছে আমাদের শেষ তারিখ। এরপর নির্বাচন করার আইনি কোনও সুযোগ নেই। সেজন্য আমরা জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে দুই সিটির নির্বাচন করব।
তিনি বলেন, দুই সিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। ইভিএমে ভোট করতে হলে আমাদের কেন্দ্র, ভোটার সংখ্যা, বুথ সংখ্যা এগুলো বিবেচনায় নিতে হবে। ইভিএমের কতটুকু প্রস্তুতি আছে, আর কতটুকু প্রস্তুতি নিতে হবে, এগুলো হিসাবে নিয়েই তারিখ নির্ধারণ করতে হবে।
এমকে