রাজধানীর হাজারীবাগ এলাকায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল পোনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজন আপন ভাই বলে জানা গেছে। নিহতরা হলেন জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ। অপর নিহত শ্রমিকের নাম মনজুরুল।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সকাল পোনে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জাকির হোসাইন জানান, শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় উপরে থাকা ১১ হাজার ভোল্ট তারের সঙ্গে ওই পিলারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পি