ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

১০ টাকার চাল চুরি নিয়ে সরকারকে আইনি নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ এপ্রিল ২০২০ , ০২:৪৭ পিএম


loading/img

করোনার এই মহামারি পরিস্থিতিত ১০ টাকা কেজি দরের চাল চুরির ঘটনায় সরকারকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

বিজ্ঞাপন

আজ সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করে নোটিশটি ইমেইলে পাঠান ব্যারিস্টার এ এইচ ইমাম হাসান ভূইয়া।

নোটিশে বলা হয়, করোনার বিশেষ পরিস্থিতির ত্রাণ চুরির অভিযোগে দায়েরকৃত সকল মামলা বিশেষ ট্রাইবুনালে বদলিপূর্বক দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতে পদক্ষপ গ্রহণ করার জন্য লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। এই সব মামলায় যদি কোনো আসামি দণ্ডিত হয় এবং আপিলে দণ্ড বহাল থাকে, তাহলে সেই সব দণ্ডিত আসামির তালিকা তৈরি করে জনসম্মুখে প্রকাশ করার কথা বলা হয়েছে। 

বিজ্ঞাপন

নোটিশটিতে ৭ কার্যদিবসের মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। প্রত্যেক জেলায় ‘জেলা অনুসন্ধান কমিটি’ গঠন করে ত্রাণ বিতরণের কথা বলা হয়েছে। নোটিশে বিশেষ এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মাধ্যমে প্রদানের জন্য পদক্ষপ গ্রহণের কথাও বলা হয়েছে।
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |